এ কী হাড়-ভাঙা শীত এলো মামা (eki har-bhanga shit elo mama)

রাগ: পিলু, তাল: কাহারবা

এ কী হাড়-ভাঙা শীত এলো মামা।
যেন সারা গায়ে ঘষে দিচ্ছে ঝামা॥
হইয়া হাড়-গোড় ভাঙা দ'
ক্যাঙারুর বাচ্চা যেন গো,
সেঁদিয়ে লেপের পেটে
কাঁপিয়া মরি, ভয়ে থ!
গিন্নি ছুটে এসে চাপা দেয় যে ধামা॥
বাঘা শীত,কাঁপি থরথর, যেন গো মালোয়ারির জ্বর,
বেড়ালে আঁচড়ায় যেন শাণিয়ে দন্ত নখর,
মাগো দাঁড়াতে নারি, চলি দিয়ে হামা॥
হাঁড়িতে চড়িয়ে আমায় উনুনে রাখো গো ত্বরায়,
পেটে মোর ভরিয়া তুলো বালাপোষ করো গো আমায়!
হ'ল শরীর আমার ফেটে মহিষ-চামা।
ওরে হরে! নিয়ে আয় মোজা পায়জামা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত ' সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৯৪ সংখ্যক গান। পিলু-কার্ফা। পৃষ্ঠা ২৮৩]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ২৩৬১।  রাগ: পিলু, তাল: দাদরা। পৃষ্ঠা: ৭১৮-৭১৯]
  • রেকর্ড: মেগাফোন  [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)। জেএনজি ৮১। শিল্পী: শ্রীমতী রাজলক্ষ্মী (ছোট)]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।