তুমি কি দখিনা পবন (tumi ki dokhina pobon)

        তুমি কি দখিনা পবন
        দুলে ওঠে দেহলতা
    ফুলে ফুলে ফুল্ল হয়ে ওঠে মন
        অন্তর সৌরভে শিহরে
        কথার কোয়েলিয়া কুহরে
তনু অনুরঞ্জিত করে গো
 প্রীতির পলাশ রঙ্গন

কী যেন মধু জাগে হিয়াতে
চাহি
' যেন সেই মধু কোন্ চাঁদে পিয়াতে।
        ফুটাইয়া ফুল কোথা চলে যাও
        হুতাস নিশাসে কী ব'লে যাও
মধু পান করি না কো র
'চে যাই শুধু মধু-বন

  • রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের জুন মাসে (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮) টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর ১ মাস।
     
  • রেকর্ড: টুইন। জুন ১৯৪১ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮)এফটি ১৩৬০০। মেনকা বন্দ্যোপাধ্যায় [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:  সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭)-এর ১২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৫-৬৬।] [নমুনা]
     
  • সুরকার: চিত্ত রায়
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।