তুমি কি পাষাণ বিগ্রহ শুধু কহ গিরিধারী কহ (tumi ki pashan bigroho shudhu koho giridhari koho)

তুমি কি পাষাণ বিগ্রহ শুধু কহ গিরিধারী কহ।
জাগিবে না তুমি? তুমি কি আমার অন্তর্যামী নহ?
তুমি কি আমার পরানের ব্যথা?
বুঝিবে না তুমি কহিবে না কথা?
কথা কও বঁধু সহিতে পারি না অসীম এই বিরহ॥

  • রচনাকাল ও স্থান:   গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি মহেন্দ্রনাথ গুপ্তের রচিত নাটক 'রুক্সিনী মিলন'-এর রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯১৪। পৃষ্ঠা: ৫৭৭]
  • রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৩৯ (পৌষ-মাঘ ১৩৪৫)। মহেন্দ্রগুপ্তের রচিত নাটক 'রুক্সিনী মিলন'। এন ১৭২৪১। চরিত্র: রুক্মিণী। শিল্পী: সরযুবালা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।