তুমি দুঃখ দিতে ভালোবাসো, আমি তাইতো নিলাম দুখের ব্রত (tumi dukkho dite valobasho)

তুমি    দুঃখ দিতে ভালোবাসো, আমি তাইতো নিলাম দুখের ব্রত।
তুমি    যতই আঘাত হানবে হে প্রিয় আমি পাষাণ হয়ে সইবো তত॥
         মাথায় ছিল বরণ ডালা, কণ্ঠে ছিল প্রেমের বাণী,
         সকল ফেলে, তুমি নিলে শূন্য হাতের প্রণামখানি,
         হৃদয় আমার চাই যা গো চাই তোমার চরণে নিবেদিত॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। 'বাবলুর মা [স্বামীর অভিশাপ]। পালা গান। দ্বিতীয় দৃশ্য। প্রথম দৃশ্যান্তর। প্রথম গান। রাণীর গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৩৪।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭৮৯]
       
  • বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত 'বাবলুর মা [স্বামীর অভিশাপ] পালার পঞ্চম গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।