তুমি পিরিতি কি কর হে শ্যাম (tumi piriti ki koro he shyam)

তুমি পিরিতি কি কর হে শ্যাম তৈল মেখে গায়ে।
তাই ধ’রতে গেলে হাত পিছলে যাও হে পালায়ে॥
ননী চরি ক’রে ক’রে হাত পাকিয়ে শ্যাম
নারীর মন চুরি ক’রে বেড়াও অবিরাম,
তাই রাই দিয়াছে নূপুরের বেড়ি বেঁধে পায় (লো)॥
তুমি দিনের বেলা চরাও ধেনু ভ্রমরা হও রাতে,
আর কুলবধূর রইল না কুল ব্রজে মথুরাতে
শ্যাম তোমার গুণে ঘরে ঘরে
সতীন ননদ-জায়ে, হল সতীন ননদ-জায়ে॥
তোমার হাতের বাঁশি রাতের বেলা সিঁদকাঠি যে হয়
তোমার চুরি কে ধ’রবে হে চোর মহাশয়।
কবে আমার ঘরে বন্দী হয় রইবে চুরির দায়ে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭) মাসে, সেনোলা রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড  প্রকাশিত হয়েছিল। গানটি প্রকাশিত হয়েছিল নজরুল ইসলামের  ৪০ বৎসর ১১ মাস অতিক্রান্ত হওয়ার শেষের দিকে।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২৪৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৭২।
  • রেকর্ড: সেনোলা [মে ১৯৪০ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭)। কিউএস ৪৭০। শিল্পী: কমলা দেবী (হাজরা)। সুর: নজরুল ইসলাম] 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।