তুমি প্রভাতের সকরুণ ভৈরবী (tumi provater shokoruno voirobi)

তুমি প্রভাতের সকরুণ ভৈরবী।
শিশির-সজল ভোরের আকাশে ভাসে তোমারি উদাস ছবি॥
            বিষাদ গভীর কার কল্পনা
            রূপ ধ'রে তুমি ফের আনমনা,
তোমারি মূরতি ধেয়ায় স্বপনে বিরহী সুরের কবি॥
তুমি ধরা দিতে যেন আসে নাই ধরণীতে,
একা-একা খেলা খেল সারাবেলা সাথিহীন তরণীতে।
            আঘাত হানিয়া সে-কোন্ নিঠুর
            জাগাবে তোমাতে আশাবরি সুর,
পাষান টুটিয়া গলিয়া পড়িবে অশ্রুর জাহ্নবী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল: সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৯) মাসে, হিন্দুস্তান রেকর্ড কোম্পানি থেকে এই গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৪ মাস।
  • গ্রন্থ:
    • বুলবুল দ্বিতীয় খণ্ড
      • প্রথম সংস্করণ [১৩৫৯ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (২৫ মে, ১৯৫২)।  ]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড।  ৪২ ।পৃষ্ঠা ২৭৪]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪৫০। পৃষ্ঠা: ৪৩৬-৪৩৭]
  • রেকর্ড: হিন্দুস্তান [অক্টোবর ১৯৪২ (আশ্বিন-কার্তিক ১৩৪৯)। এইচ ১০২০। শিল্পী সুশীল চট্টোপাধ্যায়]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, পঁয়তাল্লিশতম খণ্ড, কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট। জুন ২০১৮] গান সংখ্যা ১০। পৃষ্ঠা: ৪৫- ৪৭  [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: নন্দন-দর্শন। দেবী-বন্দনা [বনলক্ষ্মী]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।