তুমি বর্ষায় ঝরা চম্পা, তুমি যূথিকা-অশ্রুমতী (tumi borosha jhora chompa, tumi juthika oshrumoti)

 তুমি  বর্ষায় ঝরা চম্পা, তুমি যূথিকা-অশ্রুমতী।
 তুমি  কুহেলি-মলিন ঊষা, তুমি বেদনা-সরস্বতী॥
        কদম-কেশর-কীর্ণা
 তুমি  পুষ্প-বীথিকা শীর্ণা,
হ'লে   ধরণীতে অবতীর্ণা 

        ক্ষীণ তারকা স্নিগ্ধ জ্যোতি
        মন্দ-স্রোতা মন্দাকিনী তুমি অলকানন্দা,
        আঁধারের কালো-কুন্তল-ঢাকা তুমি কি ধূসর সন্ধ্যা?
                    পাষাণ-দেবতা-চরণে
                    তুমি মরেছ অমর মরণে,
 তুমি   অঞ্জলি ঝরা কুসুমের, তুমি ব্যর্থ ব্যথা-আরতি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  বুলবুল পত্রিকার বৈশাখ-শ্রাবণ ১৩৪০ (এপ্রিল-আগষ্ট ১৩৩৩) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। সিন্ধু মিশ্র-দাদরা। পৃষ্ঠা: ৩৮]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৩৩। সিন্ধু মিশ্র-দাদরা। পৃষ্ঠা ২৪৩-২৪৪]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪৫১। রাগ: সিন্ধু মিশ্র, তাল: দাদরা। পৃষ্ঠা: ৪৩৭]
       
  • পত্রিকা: বুলবুল [বৈশাখ-শ্রাবণ ১৩৪০ (এপ্রিল-আগষ্ট ১৩৩৩)]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।