তুমি বহু জনমের সাধ মিটালে (tumi bohu jonomer shadh mitale)

তুমি বহু জনমের সাধ মিটালে এ বিরহীরে কাঁদাইয়া।
কভু অবহেলা, কভু অনাদর কভু সে আদর দিয়া

        ভিক্ষা পেয়েও দাঁড়াইয়া থাকে দ্বারে
        ক্ষমা করো তুমি তারে,
ভিখারির মন নাহি ভরে যদি হাতের ভিক্ষা নিয়া॥
ধনীর প্রাসাদে গেল না ভিখারি তোমার কুটিরে এসে,
ভিক্ষা-পাত্র তুলিয়া ধরিল কেন আঁখি-জলে ভেসে'।
        জানে  না কে তারে পথ দেখাইল,
        কোন সুন্দর যেন বলে দিল;
আপনারে দিতে সব কিছু নিয়া
        জাগিছে রে তোর (চিরজনমের) প্রিয়া॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪৫২। পৃষ্ঠা: ৪৩৭]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।