এত কথা কি গো কহিতে জানে (eto kotha ki go kohite jane)

রাগ: দেশ-খাম্বাজ, তাল: দাদ্‌রা(টিমা)
এত কথা কি গো কহিতে জানে
                  চঞ্চল ঐ আঁখি
নীরব ভাষায় কি যে ক'য়ে যায়
ও সে মনের বনের পাখি॥

বুঝিতে পারি না ঐ আঁখির ভাষা
জলে ডুবে তবু মেটে না পিপাসা,
আদর সোহাগ প্রেম ভালোবাসা
            অভিমান মাখামাখি॥
মুদিত কমলে ভ্রমরেরি প্রায়
বন্দী হইয়া কাঁদিয়া বেড়ায়
চাহিয়া চাহিয়া মিনতি জানায়
            সুনীল আকাশে ডাকি'॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • চোখের চাতক
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। গান ১৪। খাম্বাজ-দেশ-দাদরা]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ১৪। খাম্বাজ-দেশ-দাদরা। পৃষ্ঠা: ২০২]
  • রেকর্ড: এইচএমভি । মার্চ ১৯৩৩ (ফাল্গুন-চৈত্র ১৩৩৯)। এন ৭০৮৭।  শিল্পী: ধীরেন দাস।[শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ।  [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭)-এর ৫ম গান। পৃষ্ঠা: ৩৪-৩৯।]  [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
    • রাগ: দেশ-খাম্বাজ
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: সরা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।