তুমি বেণুকা বাজাও কার নাম লয়ে শ্যাম (tumi benuka bajao kar nam loye shyam)
তাল: দাদ্রা
তুমি বেণুকা বাজাও কার নাম লয়ে শ্যাম —
মোর সাধ যায় হরি আমি যদি সেই কিশোরী হইতাম॥
সেই প্রেম মোরে দাও গো শ্রী হরি,
যে প্রেমে নেমে আস রূপ ধরি,
যে প্রেমে কাঁদো যমুনার তীরে তুলি লয়ে 'রাধা রাধা' নাম॥
সেই প্রেম দাও যে প্রেমে ভোল তুমি হে শ্রী ভগবান,
রাধার দুয়ারে ভিক্ষা চাহিয়া নিতি সহ অপমান।
মোর আঁখি হয়ে উঠুক কমল,
দাও প্রিয় মোরে সেই আঁখি জল;
দাও সে বিরহ দাও যে বিরহে এই ধরা হয় ব্রজধাম॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৮) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ২ মাস।
- রেকর্ড: এইচএমভি [ আগষ্ট ১৯৪১ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৮)। এন ২৭১৬২। শিল্পী: মীনা বন্দ্যোপাধ্যায়। সুর: কমল দাশগুপ্ত] [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, ঊনত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। শ্রাবণ ১৪১৩/আগষ্ট ২০০৬] ১৩ সংখ্যক গান। মীনা বন্দ্যোপাধ্যায়-এর রেকর্ডে গাওয়া গান অনুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
- সুরকার: কমল দাশগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দাদরা
- গ্রহস্বর: পা