তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে (tumi bhorer shishir rater noyon-pate)

 রাগ: ভৈরবী, তাল: দাদ্‌রা

তুমি   ভোরের শিশির রাতের নয়ন-পাতে।
তুমি   কান্না পাওয়াও কাননকে গো ফুল-ঝরা প্রভাতে॥
তুমি   ভৈরবী সুর উদাস বিধুর
        অতীত দিনের স্মৃতি সুদূর,
তুমি   ফোটার আগে ঝরা মুকুল বৈশাখী হাওয়াতে॥
তুমি   কাশের ফুলের করুণ হাসি মরা নদীর চরে
তুমি   শ্বেত-বসনা অশ্রুমতী উৎসব-বাসরে।
তুমি   মরুর বুকে পথ-হারা
        গোপন ব্যথার ফল্লুধারা,
তুমি   নীরব বীণা বাণীহীনা সঙ্গীত-সভাতে॥

 

  • ভাবসন্ধান: গানটি মানবিক প্রেম এবং ঈশ্বর প্রেমের যুগলবন্দীতে বাঁধা, তাই গানটি ভাবের বিচারে দ্ব্যর্থক। কবি, প্রেমিক বা ঈশ্বরকে নানা রূপে উপস্থাপন করেছেন অনিন্দ্যসুন্দর উপমায়। উভয় মিলে প্রেমিক এবং ঈশ্বর যেন অদ্বৈতসত্তায় পরিণত হয়েছে।

    কবির কাছে ভোরের শিশির যেন রাত্রি শেষের জাগরিত নয়নে জমে থাকা অশ্রুবিন্দু। রাতে ফোটা যে ফুল প্রভাতে ঝরে পড়ে, কবির অনুভবে তা যেন পুষ্প-কাননের বেদনা। আর এ সবের ভিতরে তিনি অনুভব করেন সেই অদ্বৈতসত্তার অপরূপ সৌন্দর্য। তিনি তার সৌন্দর্য খুঁজে পান ভৈরবীর উদাস সুরে বাঁধা ফেলে আসা দিনের সুদূর স্মৃতিরূপে। দেখতে পান বৈশাখী ঝড়ে বৃন্তচ্যুত মুকুলে, মরা নদীর বালুচরে, কাশফুলের বর্ণহীনতায়, বাসর-উৎসবে অশ্রুমতী নববধূর মিশ্র আনন্দে। তিনি বিচিত্ররূপী সে অদ্বৈতসত্তার অপরূপ সৌন্দর্য অনুভব করেন মরুভূমির পথহারা পথিকের হাহাকারে। অনুভবে খুঁজে পান হৃদয়ের গভীরে প্রবাহিত গোপন-ব্যথা।

    এই অদ্বৈতসত্তার অপরূপ সৌন্দর্য যেন অনাহত নাদ হয়ে নিয়ত ধ্বনিত হয় কবির মনোবীণার তন্ত্রীতে। সে সঙ্গীত সভায় এই অদ্বৈতসত্তা অপার সৌন্দর্যের আধার হয়ে সঙ্গীতসভাকে পরিপূর্ণ করে তোলে।
     
  • রচনাকাল ও স্থান:   গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বুলবুল পত্রিকার ভাদ্র-অগ্রহায়ণ ১৩৪০ (আগষ্ট-ডিসেম্বর ১৯৩৩) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ৩ মাস।
      
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৬৪। ভৈরবী-দাদরা]
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ৬৪। ভৈরবী-দাদরা।  পৃষ্ঠা: ২৩০-২৩১।
    • সুরলিপিআগষ্ট ১৯৩৪ (শ্রাবণ ১৩৪১)। জগৎঘটক-কৃত স্বরলিপি গ্রন্থ। প্রকাশক: কাজী নজরুল ইসলাম
  • পত্রিকা: বুলবুল [ভাদ্র ১৩৪০ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৩)]
  • রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৪ (মাঘ-ফাল্গুন ১৩৪০)। এন ৭১৯৫। শিল্পী: পারুল সেন।][শ্রবন নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।