তুমি মলিন বাসে থাকো যখন (tumi molin bashe thako jokhon)

তুমি     মলিন বাসে থাকো যখন, সবার চেয়ে মানায়!
তুমি     আমার তরে ভিখারিনী, সেই কথা সে জানায়!
                   জানি, প্রিয়ে, জানি জানি,
                   তুমি হতে রাজার রানি,
           খাটত দাসী বাজত বাঁশি তোমার বালাখানায়।
তুমি     সাধ ক'রে আজ ভিখারিনী, সেই কথা সে জানায়ি॥
দেবি!   তুমি সতী অন্নপূর্ণা, নিখিল তোমার ঋণী,
শুধু     ভিখারিকে ভালোবেসে সাজলে ভিখারিনী।
                   সব ত্যাজি মোর হলে সাথী,
                   আমার আশায় জাগচ রাতি,
           তোমার পূজা বাজে আমার হিয়ার কানায় কানায়!
তুমি     সাধ করে মোর ভিখারিনী, সেই কথা সে জানায়॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিন (অক্টোবর ১৯২৩) মাসে 'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত গানটির শিরোনাম ছিল 'আশা'। এই  সময় নজরুলের বয়স ছিল ২৪ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • দোলন চাঁপা
      • প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৩০ বঙ্গাব্দে (অক্টোবর ১৯২৩)] শিরোনাম: সাধের ভিখারিনী
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ, প্রথম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। দোলন চাঁপা। শিরোনাম: সাধের ভিখারিনী। পৃষ্ঠা: ৯২-৯৩
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ। ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। খেয়াল। মূলতান-যৎ। পৃষ্ঠা: ১৫২।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা। ১২৭। খেয়াল। খেয়াল। মূলতান-যৎ। পৃষ্ঠা: ২৫৯।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।