তুমি মোর চলার সাথি (tumi mor cholar shathi)

তুমি মোর চলার সাথি।
আমার আঁধার মনের মাঝে জ্বেলে দিলে গো বাতি॥
আমি চাঁদনি হইয়া ভরাব তোমার আকাশ
তুমি বসন্ত হইয়া মোর জীবনে বহাবে ফাগুন বাতাস
আমি মাধবী ফুল, তুমি ফুল-লতা, গাহিব মিলন-গীতি॥

রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
গ্রন্থ:

১. লেটো গান। পালা: 'বনের মেয়ে পাখি'।
২. নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৯৭৫। পৃষ্ঠা: ৯১১]


সূত্র:

  • দুখুমিয়ার লেটোগান, সংগ্রহ ও সম্পাদনা : মুহম্মদ আয়ুব হোসেন, বিশ্বকোষ পরিষদ, কলকাতা, ২০০৩।
  • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।