তুমি যদি রাধা হতে শ্যাম (tumi jodi radha hote shyam)

তুমি যদি রাধা হতে শ্যাম,
আমারি মতন দিবস-নিশি জপিতে শ্যাম-নাম

কৃষ্ণ-কলঙ্কেরি জ্বালা, মনে হ'ত মালতীর মালা
চাহিয়া কৃষ্ণ-প্রেম জনমে জনমে আসিতে ব্রজধাম

কত অকরুণ তব বাঁশরির সুর
তুমি হইলে শ্রীমতী ব্রজ-কুলবতী বুঝিতে নিঠুর।
তুমি যে-কাঁদনে কাঁদায়েছ মোরে
আমি কাঁদাতাম তেমনি ক
'রে
বুঝিতে, কেমন লাগে এই গুরু-গঞ্জনা
এ প্রাণ-পোড়ানি অবিরাম

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে (আশ্বিন- ১৩৪৬) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। অক্টোবর ১৯৩৯ (আশ্বিন- ১৩৪৬)। এন ১৭৩৬৩। শিল্পী: যূথিকা রায়। [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:  সুধীন দাশ নজরুল-সঙ্গীত স্বরলিপি তৃতীয় খণ্ড। প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। বৈশাখ ১৪০২। এপ্রিল ১৯৯৬। পৃষ্ঠা ৮০-৮২] [নমুনা]
     
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তিগীতি [হিন্দুধর্ম, বৈষ্ণব]
    • সুরাঙ্গ: ভজন।
      • রাগ: গানটিতে রাগের কোনো উল্লেখ নেই।
      • তাল: কাহারবা
      • গ্রহস্বর: ধা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।