এত জল ও কাজল চোখে (eto jol o kajol chokhe)

এত জল ও কাজল চোখে, পাষাণী আন্‌লে বল কে।
টলমল জল-মোতির মালা দুলিছে ঝালর-পলকে॥
দিল কি পুব হাওয়াতে দোল, বুকে কি বিঁধিল কেয়া?
কাঁদিয়া কুটিলে গগন এলায়ে ঝামর-অলকে॥
চলিতে পৈঁচি কি হাতের বাঁধিল বৈচি-কাঁটাতে?
ছাড়াতে কাঁচুলির কাঁটা বিঁধিল হিয়ার ফলকে॥
মুকুলী-মন সেধে সেধে কেবলি ফিরিনু কেঁদে,
সরসীর ঢেউ পলায় ছুটি' না ছুঁতেই নলিন-নোলকে॥
বুকে তোর সাত সাগরের জল, পিপাসা মিট্‌ল না কবি
ফটিক জল! জল খুঁজিস্‌ যেথায় কেবলি তড়িৎ ঝলকে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। উল্লেখ্য, নওরোজ পত্রিকার 'আশ্বিন ১৩৩৪ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯২৭) গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ২৮ বৎসর ৪ মাস।
     
  • পত্রিকা: নওরোজ। আশ্বিন ১৩৩৪ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯২৭)। নজরুলকৃত-স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।
  • রেকর্ড
  • গ্রন্থ:
    • বুলবুল
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ (নভেম্বর ১৯২৮)]। গান ৯। মান্দ্-কাওয়ালি।
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ৯। হাম্বীর-কাওয়ালি। পৃষ্ঠা: ১৫৮]
    • নজরুল-গীতিকা
      • প্রথম সংস্করণ। সেপ্টেম্বর ১৯৩০। ভাদ্র ১৩৩৭। মান্দ্-কাওয়ালি। গজল। ১৬। পৃষ্ঠা: ৭৫।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা। ৬১। গজল।  মান্দ্-কাওয়ালি। পৃষ্ঠা: ২১২-২১৩]
         
  • স্বরলিপিকার ও স্বরলিপি:  সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট, ঢাকা] পঞ্চম গান। পৃষ্ঠা: ৫১-৫৫। [নমুনা]
  • পর্যায়:

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।