তুমি যে আমার আধখানি চাঁদ (tumi je amar adhkhani chand)

তুমি যে আমার আধখানি চাঁদ, আধখানি ঐ আকাশে।
তুমি হাস যবে মোর বুকে থাকি' ঝলকে জোছনা হাসে॥
            কত বেদনায় মোর হিয়াতল
            ঘন হয়ে আসে যেন দীঘিজল,
তারি বুকে তুমি অমল কমল ─ দুলিছ দখিনা বাতাসে॥
আমি যে বাঁধিনু খেলাঘরখানি, তুমি যে পুতুল তারি,
বাহিব সেথায় তরণী আমার ─ তুমি যে অসীম বারি।
            পথগুলি মোর মিশিল যেথায়
            আসিনু ফিরিয়া সেই মোহনায়,
ভালোবাসা তব জীবনে আমার সৌরভ হ'য়ে ভাসে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪৫৩। পৃষ্ঠা: ৪৩৭]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।