তুমি যে আমার, আমি যে তোমার, নয়নে নয়নে জানি গো (tumi je amar, ami je tomar, noyone noyone jani go)

তুমি যে আমার, আমি যে তোমার, নয়নে নয়নে জানি গো।
আমার এ মন, কি চাই অনুক্ষণ, গোপনে গোপনে বলি গো॥
            মুখে নাই ভাষা, মনে জাগে আশা,
            তোমাতে আমাতে কত ভালোবাসা,
আঁখির ইশারা, মুখে মৃদু হাসা, তোমার বিরহে কাঁদি গো॥

রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।

গ্রন্থ:

১. লেটো গান। পালা: 'রাজা হরিশচন্দ্র'।
২. নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৬১৬। লেটো গান : 'রাজা হরিশচন্দ্র'। পৃষ্ঠা: ৮০৩]


সূত্র:

  • দুখুমিয়ার লেটোগান । সংগ্রহ ও সম্পাদনা : মুহম্মদ আয়ুব হোসেন, বিশ্বকোষ পরিষদ, কলকাতা, ২০০৩।
  • নজরুল সঙ্গীত-সংগ্রহ। নজরুল ইন্সটিউট, ঢাকা ফেব্রুয়ারি ২০১১।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।