(তুমি) যে-হার দিলে ভালোবেসে সে-হার (tumi je har dile valobeshe she har)

(তুমি) যে-হার দিলে ভালোবেসে সে-হার আমার হ'ল ফাঁসি।
  (প্রিয়) সেই হার আজ বক্ষে চেপে আকুল নয়ন-জলে ভাসি॥
                      তুমি জান অন্তযার্মী
                      দান তো তোমার চাইনি আমি,
          তোমায় শুধু চেয়েছিলাম১ সাধ ছিল মোর হ'তে দাসী॥
          দুখের মালা কেড়ে নিয়ে কেন দিলে মতির মালা,
          মালায় শীতল হবে কি নাথ! শূন্য আমার বুকের জ্বালা?
            (মোরে) রেখো না আর সোনার রথে
                      ডাকো তোমার তীর্থ-পথে,
(আমার) সুখের ঘরে আগুন জ্বালো শোনাও বাঁশি সবর্নাশী॥

  •  রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দে এইচএমভি গানটির প্রথম রেকর্ড করেছিল। পরে রেকর্ডটি বাতিল করা হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪৫৪ গান। পৃষ্ঠা: ৪৩৮।
  • রেকর্ড: এইচএমভি [১৯৩৯। শিল্পী: তপতী সিংহ। রেকর্ডটি বাতিল হয়ে গিয়েছিল]

          স্বরলিপিকার ও স্বরলিপি:

            শ্রী নিতাই ঘটক, সংগীতাঞ্জলি চতুর্থ খণ্ড (নমুনা)

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।