তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা (tumi shunite cheyo na amar moner kotha)

তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা
দখিনা বাতাস ইঙ্গিতে বোঝে
             কহে যাহা বনলতা॥
চুপ ক'রে চাঁদ সুদূর গগনে
মহা-সাগরের ক্রন্দন শোনে,
ভ্রমর কাঁদিয়া ভাঙিতে পারে না
            কুসুমের নীরবতা॥
মনের কথা কি মুখে সব বলা যায়?
রাতের আঁধারে যত তারা ফোটে
আঁখি কি দেখিতে পায়?
পাখায় পাখায় বাঁধা যবে রয়
বিহগ-মিথুন কথা নাহি কয়,
         মধুকর যবে ফুলে মধু পায়
                রহে না চঞ্চলতা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৪০ খ্রিষ্টাব্দের ৮ জুন (বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৩৪৬), কলকাতা বেতার কেন্দ্র থেকে অতনুর দেশ নামক গীতি-আলেখ্য সম্প্রচারিত হয়েছিল। এই গানটি ছিল এই অনুষ্ঠানে তরুণীর গান হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১ মাস।
     
  • পাণ্ডুলিপি: অতনুর দেশ গীতি-আলেখ্যের পাণ্ডুলিপি
  • গ্রন্থ: 
    • অতনুর দেশ। নজরুল-রচনাবলী─অষ্টম খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, ১২ই ভাদ্র ১৪১৪। ২৭শে আগস্ট, ২০০৭। গান। পৃষ্ঠা ১৭৬]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬৫]
       
  • বেতার: অতনুর দেশ (গীতি-আলেখ্য)। কলকাতা বেতার: ৮ জুন ১৯৪০ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৩৪৬)। সন্ধ্যা ৭টা। তরুণীর গান। শিল্পী: ইলা ঘোষ]
     
  • রেকর্ড: এইচএমভি  [মার্চ ১৯৪১ (ফাল্গুন-চৈত্র ১৩৪৭)। রেকর্ড নম্বর এন ২৭০৯৭। শিল্পী: সন্তোষ সেনগুপ্ত। সুর: নজরুল ইসলাম]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] ১৭ সংখ্যক গান। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম [নাট্যগীতি]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।