তুমি সংহারে টানো যবে আমি হই শিব (tumi shonghare tano jobe ami hoi shib)

তুমি সংহারে টানো যবে আমি হই শিব,
তুমি সৃষ্টিতে আনো যবে হই জড় জীব।
যবে স্থিতিতে রহ সাথে, হই নারায়ণ
দাস হয়ে সৃষ্টি তব করি গো পালন।

আমি নিত্য চরাই তব সৃষ্টি ধেনু
যবে ধেনু ভালো লাগে না গো বাজাই বেণু।
বলি, রাধ প্রেম ভিক্ষা দাও
ধেনু চরায়ে শ্রান্ত আমি – রাধাপ্রেম ভিক্ষা দাও
ছড়াও শ্রান্ত তনু – রাধা প্রেমানন্দ দাও।
এই বেণুকার সুর, প্রেম-ভিক্ষা অভিসারে আহ্বান
যবে সংসার তাতে ছাড়ে না, আনি দুর্যোগ অভিমান।

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯২০। পৃষ্ঠা: ৫৭৮-৫৭৯]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।