তুমি সারাজীবন দুঃখ দিলে, তব দুঃখ দেওয়া কি ফুরাবে না (tumi sharajibon dukkho dile, tobo dukkho dewa ki furabe na)

তুমি সারাজীবন দুঃখ দিলে, তব দুঃখ দেওয়া কি ফুরাবে না!
         যে ভালোবাসায় দুঃখে ভাসায় সে কি আশা পুরাবে না॥
মোর   জনম গেল ঝুরে ঝুরে 
 লোকে লোকে ঘুরে ঘুরে,
 তব   স্নিগ্ধ পরশ দিয়ে কি, নাথ, দগ্ধ হিয়া জুড়াবে না॥
তুমি    অশ্রুতে যে-বুক ভাসালে 

সেই   বক্ষে এসো দিন ফুরালে
তুমি   আঘাত দিয়ে ফুল ঝরালে, হাত দিয়ে কি কুড়াবে না॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি।  ১৯৪০ খ্রিষ্টাব্দের মে মাসে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড  প্রকাশিত হয়েছিল।  গানটি প্রকাশিত হয়েছিল নজরুল ইসলামের  ৪০ বৎসর ১১ মাস অতিক্রান্ত হওয়ার শেষের দিকে।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২২৪৩ সংখ্যক গান। তাল: কাহারবা। পৃষ্ঠা: ৭১।
  • রেকর্ড: এইচএমভি [মে ১৯৪০ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭)। এন ১৭৪৬৪। শিল্পী: শীলা সরকার। সুর: কমল দাশগুপ্ত] [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী।  নজরুল সঙ্গীত স্বরলিপি (৩৯ খণ্ড)। প্রথম প্রকাশ,জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ/ জুন ২০১৬ খ্রিষ্টাব্দে। ৮ সংখ্যক গান] পৃষ্ঠা: ৪৯-৫১ [নমুনা]
     
  • সুরকার: কমল দাশগুপ্ত
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [সাধারণ]
    • সুরাঙ্গ: মিশ্র রাগাশ্রয়ী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।