তুমি সুখে থাক প্রিয়া আমি আজ চ'লে যাই (tumi shukhe thako priya ami aj chole jai)
তুমি সুখে থাক প্রিয়া আমি আজ চ'লে যাই।
তোমারে চাহিয়া জনমে জনমে এই ব্যথা যেন পাই॥
দুদিনের সাথি দু'দিনের লাগি'
এসেছিনু আমি তব অনুরাগী,
হৃদয় বাণীতে চেয়েছিনু শুধু আর কিছু চাহি নাই॥
আকাশে তব দিয়ে গেনু ফুল কণ্ঠে গানের মালা,
হয়তো একদা অন্তরে তব জাগিবে স্মৃতির জ্বালা।
হয়তো বা তব নয়নের কোণে
নতুনের ছায়া জাগিবে গোপনে,
স্মৃতিটি আমার মুছে যাবে জানি তবু কিছু ক্ষতি নাই ─
এই ব্যথা যেন পাই॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪৫৬। পৃষ্ঠা: ৪৩৮]