তৃতীয় পাণ্ডব আমি নামেতে অর্জুন (tritiyo pandob ami naame arjun)
তৃতীয় পাণ্ডব আমি নামেতে অর্জুন
যুধিষ্ঠির ছেড়েছেন অশ্ব, অশ্বমেধ যজ্ঞের কারণ॥
সেই অশ্ব লয়ে মোরা আনন্দিত মনে
যাচ্ছিলাম সেনাসহ জগৎ ভ্রমণে
এক পাষাণ দেহ পাষাণ করে ধরেছে সে ঘোড়া, আশ্চর্য বচন॥
কেন ধরিল অশ্ব, কে বটে সে পাষাণ
আশ্চর্য ব্যাপার, বল তাহার সন্ধান
এ আশ্চর্য দেখি আমি চিন্তান্বিত সর্বক্ষণ॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। চাপান সং। রাজা যুধিষ্ঠির। প্রথম দৃশ্যান্তর। দ্বিতীয় গান। অর্জুনের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৬০-১৬১।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৯৪৩]
- বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত 'রাজা যুধিষ্ঠির' পালার চাপান সং'-এর পঞ্চম গান। ভণিতা নাই।