তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি (tepantorer mathe bondhu he eka boshe thaki)

           তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি।
           তুমি যে পথ দিয়ে গেছ চলে তারি ধূলা মাখি' হে॥
যেমন    পা ফেলেছ গিরিমাটির রাঙা পথের ধূলাতে,
           অমনি করে আমার বুকে চরণ যদি বুলাতে,
  আমি   খানিক জ্বালা ভুলতাম ঐ মানিক বুকে রাখি' হে॥
আমার   খাওয়া পরার নাই রুচি, আর ঘুম আসে না চোখে হে,
  আমি   আউরী হয়ে বেড়াই পথে, হাসে পাড়ার লোকে
                                    দেখে হাসে পাড়ার লোকে।
  আমি   তাল পুকুরে যেতে নারি 
 একি তোমার মায়া হে,
  আমি   কালো জলে দেখি তোমার কালো রূপের ছায়া হে;
আমার   কলঙ্কিনী নাম রটিয়ে তুমি দিলে ফাঁকি হে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৭ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪), এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১০ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [এপ্রিল ১৯৩৭ (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪)। এন ৯৮৮১। শিল্পী: মিস প্রমোদা। সুর নজরুল ইসলাম]  [শ্রবণ নমুনা]
     
  • পত্রিকা:
    • বুলবুল [বৈশাখ ১৩৪৪ (এপ্রিল-মে ১৯৩৭)]
    • মোহাম্মদী [কার্তিক ১৩৪৪ (অক্টোবর-নভেম্বর ১৯৩৭)]
       
  • সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
    • সুরকার: নজরুল ইসলাম
    • স্বরলিপিকার ও স্বরলিপি: নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, বত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ফাল্গুন ১৪১৫। ফেব্রুয়ারি ২০০৯] ২২ সংখ্যক গান। রেকর্ড মিস প্রমোদার গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: ঝুমুরাঙ্গ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।