তেলের বাটি, গামছা হাতে, মোদের কাঁকালে কলসি গো (teler batir, gamchha haate, moder kankale kolshi go)
তেলের বাটি, গামছা হাতে, মোদের কাঁকালে কলসি গো।
ফুল তুলিতে সাঁতার কাটিতে, সরোবরে যাই গো॥
ফুল বাগে ফুলও তুলিব,
বসে বসে মালা গাঁধিব,
পরাবো সখির গলে গো॥
জলেতে নামিব জলকেলি করিব,
স্নানের শেষে কলসি ভরিব,
সারি বেঁধে ঘর ফিরবো গো॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। চাপান সং। দেবযানী-শর্মিষ্ঠা। প্রথম দৃশ্য। দ্বিতীয় গান। কাজলীর গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৪০।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৯৮৮]
- বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত 'দেবযানী-শর্মিষ্ঠা' নামক চাপান সং-এর দ্বিতীয় গান। ভণিতা নাই ।
- সুরাঙ্গ: লেটোগান-এর সুর