তোমরা এখন এমন করে ঝগড়া করো না (tomra ekhon emon kore jhogra koro na)

তোমরা এখন এমন করে ঝগড়া করো না।
কে করিবে আমায় বিয়ে? ঝগড়া করো না॥
        আশ্চর্য জিনিস এনেছে সবে,
        ফয়সালা তার করা হবে,
চাচাজান ফিরলে কথা হবে, মানবে তোমরা তিনজনা॥
        চাচাজান করিবেন বিচার,
        বিচারে আমি হইব যার,
সেই হইবে স্বামী আমার, পুরিবে তার বাসনা॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। 'কুলসুম' পালা। প্রথম দৃশ্য। অষ্টম দৃশ্যান্তর। প্রথম গান। কুলসুমের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২২৩।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭৮৩]
       
  • বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত 'কুলসুম' পালার দ্বাদশ গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।