তোমায় ফেলে এসেছিলাম সুদূর ভাটীর দেশে (tomay fele eshechhilam shudur vatir deshe)

তোমায় ফেলে এসেছিলাম সুদূর ভাটীর দেশে।
কে জানিত, আসবে আবার উজান স্রোতে ভেসে॥
যে মণিহার অবহেলায়
হারিয়েছিলাম ভুলের খেলায়,
সে-হার কেন আবার গলায় জড়ায় বেলা শেষে॥
ফেরে না আর শাখায়, যে ফুল ধূলায় পড়ে খ’সে,
তবু যেন কিসের আশায় কূলে ছিলাম ব’সে।
বহুদিনের ধূলি মেখে
গেছিল যে স্মৃতি ঢেকে,
সেই বেদনা জাগালে কে আবার ভালোবেসে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দে ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার, ১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ), এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে কয়েকটি গান প্রকাশের জন্য নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১)। ২৫৫৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৮৫।
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ৫৪।  for Kumari Gita Bose, Tr. Dastidar।  পৃষ্ঠা ৮১।]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।