(তোমায়) যেমন ক’রে ডেকেছিল আরব মরুভূমি (tomay jemon kore dekechhilo arab moruvumi)

(তোমায়) যেমন ক’রে ডেকেছিল আরব মরুভূমি।
ওগো আমার নব প্রিয় আল্ আরবী –
তেমনি ক’রে ডাকি-যদি আস্বে নাকি তুমি॥
যেমন কেঁদে দজলা ফোরাত নদী
ডেকেছিল নিরবধি,
হে মোর মরুচারী নবুয়তধারী!
তেমনি ক’রে কাঁদি যদি আসবে নামি তুমি॥
(যেমন) মদিনা আর হেরা পাহাড়
জেগেছিল আশায় তোমার,
হে হজরত মম, হে মোর প্রিয়তম!
তেমনি ক’রে জাগি যদি আসবে না কি তুমি॥
মজলুমেরা কাবা ঘরে
কেঁদেছিল যেমন ক’রে,
হে আমিনা-লালা, হে মোর কম্‌লিওয়ালা!
তেমনি ক’রে চাহি যদি আস্বে নাকি তুমি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের অক্টোবর  (আশ্বিন-কার্তিক ১৩৪৬) মাসে  টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৪ মাস। 
     
  • গ্রন্থ:
    • জুলফিকার
      • দ্বিতীয় সংস্করণ [ডিসেম্বর, ১৯৫২ (পৌষ ১৩৫৯ বঙ্গাব্দ)]
    • নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। জুলফিকার দ্বিতীয় খণ্ড। ১৯ [১৮]। পৃষ্ঠা ১০০]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। গান সংখ্যা ১৪৮৫। পৃষ্ঠা: ৪৪৬]
  • রেকর্ড: টুইন [অক্টোবর ১৯৩৯ (আশ্বিন-কার্তিক ১৩৪৬)। এফটি ১৩০০৬। শিল্পী: সিরাজুর রহমান]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।