তোমার আকাশে উঠেছিনু চাঁদ, ডুবিয়া যাই এখন (tomar akashe uthechhinu chand, dubiya jai ekhon)

তোমার আকাশে উঠেছিনু চাঁদ, ডুবিয়া যাই এখন।
দিনের আলোকে ভুলিও তোমার রাতের দুঃস্বপন॥
        তুমি সুখে থাক আমি চলে যাই,
        তোমারে চাহিয়া ব্যথা যেন পাই,
জনমে জনমে এই শুধু চাই 
 না-ই যদি পাই মন॥
ভয় নাই রানী রেখে গেনু শুধু চোখের জলের লেখা,
জলের লিখন শুকাবে প্রভাতে, আমি চলে যাব একা!
        ঊর্ধ্বে তোমার প্রহরী দেবতা,
        মধ্যে দাঁড়ায়ে তুমি ব্যথাহতা, 

পায়ের তলার দৈত্যের কথা ভুলিতে কতক্ষণ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  বুলবুল পত্রিকার বৈশাখ-শ্রাবণ ১৩৪০ (এপ্রিল-আগষ্ট ১৯৩৩) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১১ মাস।
     
  • পত্রিকা: বুলবুল [বৈশাখ-শ্রাবণ ১৩৪০ (এপ্রিল-আগষ্ট ১৯৩৩ খ্রিষ্টাব্দ)]
  • গ্রন্থ: গুলবাগিচা
    • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। টোড়ি-একতালা। পৃষ্ঠা: ৪১]
    • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৩৬। টোড়ি-একতালা। পৃষ্ঠা ২৪৫-২৪৬]
  • রেকর্ড:
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, ঊনত্রিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা। শ্রাবণ ১৪১৩/আগষ্ট ২০০৬] ১৪ সংখ্যক গান। আব্বাসউদ্দীন আহমদ-এর রেকর্ডে গাওয়া গান অনুসারে স্বরলিপি করা হয়েছে। স্বরলিপিতে রেকর্ড নম্বর ভুল আছে।  [নমুনা]
  • সুরকার: কমল দাশগুপ্ত
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
      • তাল: বৈতালিক
      • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।