তোমার কবরে প্রিয় মোর তরে একটু রাখিও ঠাঁই (tomar kobore priyo mor tore ektu rakhiyo thnai)

তোমার কবরে প্রিয় মোর তরে একটু রাখিও ঠাঁই।
মরণে যেন সে পরশ পাই গো জীবনে যা পাই নাই॥
        তোমারে চাহিয়া ওগো প্রিয়তম
        কাঁদিয়া আমার কাটিল জনম,
কেঁদেছি বিরহে এবার যেন গো মিলনে কাঁদিতে পাই॥
ঐ কবরের বাসর ঘরে গো তোমার বুকের কাছে
কাঁদিবে লায়লী, মজনু তোমার য'দিন ধরণী আছে।
        যে যাহারে চায় কেন নাহি পায়,
        কেন হেথা প্রেম-ফুল ঝ'রে যায় 

প্রেমের বিধাতা থাকে যদি কেই শুধাইব তারে তাই॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪২) মাসে, এইচএমভি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২)। ৫১১ সংখ্যক গান।
  • রেকর্ড: এইচএমভি। রেকর্ড নাটিকা লাইলী মজনু। নাট্যকার মন্মথ রায় আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)। নবম ও দশম খণ্ড। এন ৭৪০০। শিল্পী: ধীরেন দাস।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।