তোমার গানের সুরটি প্রিয় (tomar gaaner shurti priyo)

তোমার গানের সুরটি প্রিয় বাজে আমার কানে।
মনের কথা সেদিন কিগো শুনিয়েছিলে গানে॥
তোমার করের পরশে রে বীণায় জাগে প্রাণ
তাই মধুময় হয়ে ওঠে তোমার মধুর গান,
দেবতা তাঁর সকল সুধা কণ্ঠে তব করেছিল দান –
তুমি যে-গান শোনাও মোরে, হয় না যেন সে-গান অবসান॥
কোন্ কবি আজ তোমার কথা, লিখছে হায় তা কে জানে।
তোমার ও-গান না শুনিলে অশ্রু বারি হানে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫৫১ গান। পৃষ্ঠা: ৭৮৪।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।