(তোমার) চন্দন-রং উত্তরীয় মেঘ ডম্বুর শাড়ি (tomar chondon-rong uttoriyo megh dombur saree)

মদন : (তোমার) চন্দন-রং উত্তরীয় মেঘ ডম্বুর শাড়ি।
        কাজল-বরণ কেশ কন্যা চল আমার বাড়ি॥
        চির হয়ে কি নেমে এলো চঞ্চল বিজলি
        ফুট্‌ল কি আজ তোমার দেহে পূর্ণ চাঁদের কলি।
        রতি কি আজ নেমে এলো পতিরে তার ছাড়ি’॥
মধু :   সাগরে কি ফিরে এলে নীল সাগরের চাঁদ?
        তাই কান্নার জোয়ারে তার ভাঙল কূলের বাঁধ।
        দূর আকাশে লক্ষ তারা
        চেয়ে আছে তন্দ্রাহারা
        তারা তোমার রূপ নিয়ে কি করে কাড়াকাড়ি,
        কুমার! থাক আমার বাড়ি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ২০ অক্টোবর (বৃহস্পতিবার ২ কার্তিক ১৩৪৬), ' মধুমালা' নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৪ মাস।
     
  • মঞ্চনাটক: মধুমালা (নাটক)। নাট্যভারতী রঙ্গমঞ্চ [২০ অক্টোবর ১৯৩৯ খ্রিষ্টাব্দ (শনিবার ৩ কার্তিক ১৩৪৬)। দ্বিতীয় অঙ্ক। মদনকুমার ও মধুমালার গান।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২২৪৫]
    • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ সপ্তম খণ্ড (কার্তিক ১৪১৯/নভেম্বর ২০১২)। দ্বিতীয় অঙ্ক। মদনকুমার ও মধুমালার গান। পৃষ্ঠা: ২৮৪-২৮৫

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।