তোমার নামে একি নেশা হে প্রিয় হজরত (tomar naame eki nesha he priyo hazrat)

তাল: ফেরতা (কাহারবা ও দ্রুত-দাদ্‌রা)
তোমার নামে একি নেশা হে প্রিয় হজরত।
যত চাহি তত কাঁদি, আমার মেটে না হজ্‌রত॥
কোথায় আরব কোথায় এ হিন্দ্
নয়নে মোর নাই তবু নিন্দ্‌
প্রাণে শুধু জাগে (তোমার) মদিনার ঐ পথ॥
কে বলে তুমি গেছ চলে হাজার বছর আগে
আছ লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে।
মোর অন্তরের হেরা গুহায়
আজো তোমার ডাক শোনা যায়
জাগে আমার মনের কাবা ঘরে তোমারি সুরত্ —
                            হজরত তোমারি সুরত্॥
যারা দোজখ হতে ত্রাণের তরে তোমায় ভালোবাসে
আমার এ প্রেম দেখে তারা কেউ কাঁদে কেউ হাসে।
তুমি জান হে মোর স্বামী, শাফায়াৎ চাহি না আমি
আমি শুধু তোমায় চাহি তোমার মুহব্বত
                            হজরত তোমার মুহব্বত॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  মোয়াজ্জিন পত্রিকার 'বৈশাখ ১৩৪৩' (এপ্রিল-মে ১৯৩৬), সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ১১ মাস।
     
  • পত্রিকা: মোয়াজ্জিন [বৈশাখ ১৩৪৩ (এপ্রিল-মে ১৯৩৬)]
     
  • রেকর্ড:
    • ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৬ জানুয়ারি  [শনিবার, ৩ মাঘ ১৩৪৩]। এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল।]
    • ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল।
    • এইচএমভি [জানুয়ারি ১৯৩৭ (পৌষ-মাঘ ১৩৪৩)। এন ৯৮৪৪। শিল্পী: কাশেম মল্লিক] [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ।  [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট । জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪। ১৪ সংখ্যক গান] [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামি গান, নাত)

    • সুরাঙ্গ: স্বকীয়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।