তোমার নূরের রওশনী মাখা নিখিল ভুবন (tomar nurer rawshni makha nikhil vubon)

তোমার নূরের রওশনী মাখা নিখিল ভুবন, অসীম গগন।
তোমার অন্তর জ্যোতির ইশারা গ্রহ-তারা-চন্দ্র-তপন॥
তোমার রূপের ইঙ্গিত খোদা
ফুটিছে বনের কুসুমে সদা,
তোমার নূরের ঝলক হেরি’ মেঘে বিজলি চমকে যখন॥
প্রাণের খুশি শিশুর হাসি
মধুরতোমার রূপ দেয় প্রকাশি’,
তোমার জ্যোতির সমুদ্রে খোদ আলোর ঝিনুক মোর এ দু’টি নয়ন॥
ধানের খেতে নদী-তরঙ্গে
দুলে তোমার রূপ মধুর ভঙ্গে,
নিতি দেখা দাও হাজার রঙ্গে অরূপ নিরাকার তুমি নিরঞ্জন॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস।
  • গ্রন্থ:
    • জুলফিকার
      • দ্বিতীয় সংস্করণ [ডিসেম্বর, ১৯৫২ (পৌষ ১৩৫৯ বঙ্গাব্দ)]
      • নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। জুলফিকার দ্বিতীয় খণ্ড। ১৭ [১৬]। পৃষ্ঠা ৯৯-১০০]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১৪৮৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৪৬।
       
  • রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৭ ( আষাঢ়-শ্রাবণ ১৩৪৪)। এফটি ৯৯২৬। শিল্পী: রৌশন আরা বেগম। সুর: কমল দাশগুপ্ত]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।