তোমার প্রেমে সন্দেহ মোর দর কর নাথ (tomar preme shondeho mor dor koro nath)

তোমার প্রেমে সন্দেহ মোর দর কর নাথ ভক্তি দাও।
যেখানে হোক তুমি আছ – এই বিশ্বাস শক্তি দাও॥

যে কোন জনমে আমি
পাইব পাব তোমার আমি
অবিশ্বাসের আঁধার রাতে তোমায় পাওয়ার পথ দেখাও॥
শত দুঃখ ব্যথার মাঝে এইটুকু দাও শান্তি নাথ।
কাঁদিবে তুমি আমার দুঃখে আজকে যতই দাও আঘাত॥
হয়ত কোটি জনম পরে
পাব তোমার আমার করে,
তোমায় আমায় মিলন হবে এই আশাতেই মন দোলাও॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রের এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।

  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯২৭। পৃষ্ঠা: ৫৮০]
  • রেকর্ড:
    • এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল ১৯৩৬ খ্রিষ্টাব্দের  ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩) । এই চুক্তিপত্রের এই গানটির উল্লেখ ছিল।
    • টুইন [ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩)। নম্বর এফটি ৪৭১১। শিল্পী: অমরেন্দ্র ঘোষ। রাগ: ছায়ানট] [শ্রবণ নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ)
    • সুরাঙ্গ: ভজন
    • রাগ: ছায়ানট
    • তাল: একতাল
    • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।