তোমার বাঁশির সুর যেন ঠিক তারি গলার স্বরের মত (tomar banshir shur jeno thik)

তোমার বাঁশির সুর যেন ঠিক তারি গলার স্বরের মত।
তোমার কমল মুখখানি গো তারি মত আঁখি নত॥
        নয়ন তোমার করুণ কেন,
        কথার তাহার গন্ধ যেন,
তারই মত লুটিয়ে পড়া সকাল বেলার যুঁইয়ের মত॥
        তোমার চলন চরণ রাঙ্গা
        ঠিক যেন তার স্মৃতি ভাঙ্গা,
ঠিক যেন গো কুড়িয়ে পাওয়া কত দিনের আমার কত॥
        তোমার কেশে তোমার বেশে
        আমার হাসির অবশেষে
মনের পরশ বুলিয়ে যেও অচিন আমার অনাগত॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৮৭। পৃষ্ঠা: ৯৪৬-৯৪৭]
    সূত্র: দুর্গাদাস চক্রবর্তীর খাতা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।