তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল (tomar mone futbe jobe prothom mukul)

তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল
প্রিয় হে প্রিয় আমারে দিও সে প্রেমের ফুল॥
        দীরঘ বরষ মাস তাহারই আশে
        জাগিয়া রব তব দুয়ার পাশে

বহিবে কবে ফুল-ফোটানো দখিনা বাতাস অনুকূল॥
আর কারে দাও যদি আমার সে ধ্যানের কুসুম

ক্ষতি নাইওগো প্রিয়ভাঙুক, এ অকরুণ ঘুম।
         গুঞ্জরি’ 
গুঞ্জরি’ ভ্রমর সম
         কাঁদিব তোমারে ঘিরি’, 
প্রিয়তম।

হুতাস বাতাস সম কুসুম ফুটায়ে চলে যাব দূরে বেভুল॥ 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫) এইচএমভি  রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ১০ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [এপ্রিল ১৯৩৮ (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫) এন ১৭০৬৪। শিল্পী: মৃণালকান্তি ঘোষ]
     
  • সুরকার: কমল দাশগুপ্ত
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:  সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭ আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দ। অষ্টম গান। পৃষ্ঠা: ৫৫-৫৭] [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।