তোর যত শরম লাগে রে বৌ (tor joto shorom lage re bou)

কমিক নক্সা : ‘পুরনো বলদ নতুন বৌ’
তোর যত শরম লাগে রে বৌ তোরে তত লাগে মিঠা
ওলো যে বৌ-ঝি'র শরম নাই, সে (হালার) চিটাগুড়ের পিঠা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৯ খ্রিষ্টাব্দের মে ১৯৩৯ (মে ১৯৩৯ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৫) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে 'পুরানো বলদ নতুন বৌ' নাম শ্রুতিনাটক প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫৫৫। পৃষ্ঠা: ৭৮৫]
  • রেকর্ড: এইচএমভি। 'পুরানো বলদ নতুন বৌ'। [মে ১৯৩৯ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৫)। এন ১৭২৬৮। শিল্পী: রঞ্জিৎ রায়। চরিত্র: গাড়োয়ান]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।