তোর কালো রূপ লুকাতে মা বৃথাই আয়োজন (tor kalo rup lukate ma brithai ayojon)

তোর কালো রূপ লুকাতে মা বৃথাই আয়োজন।
ঢাকতে নারে ও রূপ, কোটি চন্দ্র তপন॥
        মাখিয়ে আলো আমার চোখে
        লুকিয়ে রাখিস তোর কালোকে,
তোর অতল কালো রূপে মাগো বিশ্ব নিমগন॥
আঁধার নিশীথ সে যেন তোর কালো রূপের ধ্যান
তোর গহন কালোয় গাহন ক'রে জুড়ায় ধার প্রাণ।
হেরি তোর কালো রূপ স্নিগ্ধ-করা
        শ্যামা হ’ল বসুন্ধরা,
নিবল কোটি সূয, তোরে খুঁজে অনুক্ষণ॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের জুলাই  (শ্রাবণ-ভাদ্র ১৩৪২) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২ খ্রিষ্টাব্দ। ১৯৩২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৮২।
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ১২৫। for K.L. Bruman (Twin)। শ্যামাসঙ্গীত  পৃষ্ঠা: ১৫২।]
  • রেকর্ড: টুইন [আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)]। এফটি ৪০৩৪। শিল্পী: কালী বর্মন। রাগ জৈনপুর
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি সাতচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট। ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি ২০১৯] পৃষ্ঠা: ৫৭-৫৯ [নমুনা]
     
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন হিন্দু ধর্ম, শাক্ত]
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
    • রাগ: জৌনপুরী
    • তাল: দাদরা
    • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।