এসো এসো বন ঝরনা উচ্ছল-চল-চরণা (esho esho bon jhorna )

এসো এসো বন ঝরনা উচ্ছল-চল-চরণা।
সর্পিল ভঙ্গে লুটায়ে তরঙ্গে ফেন-শুভ্র-ওড়না॥
        পাষাণ জাগায়ে এসো নির্ঝরিণী
        এসো প্রাণ-চঞ্চলা জল-হরিণী
মরু-তৃষিতের বুকে ঢালো ধারা জল-শ্যাম মেঘ-বরণা॥
এসো বুনো পথ বেয়ে অকারণ গান গেয়ে,
গভীর অরণ্যের মৌনব্রত ভেঙে ভয়হীন পাহাড়ি মেয়ে।
        নৃত্য পরা পায়ে ছন্দ আনো
        আনন্দ আনো মৃত প্রাণ জাগানো,
অনাবিল হাসির ঝরাফুল ছড়ায়ে এসো মঞ্জুলা মনোহরণা॥

  • ভাবার্থ: শচীন সেনগুপ্তের রচিত  হরপার্বতী, নাটকের জন্য নজরুল এই গানটি রচনা করেছিল। এই নাটকের সূচনা সঙ্গীত হিসেবে নিবেদিত এই গানে সর্পিল (আঁকাবাঁকা) ভঙ্গে শুভ্র ফেনার ওড়না উড়িয়ে আসা উচ্ছল পাহাড়ি বন-ঝরনাকে আবাহন করেছেন নাটকের শিল্পীরা।

    এই গানে কবির প্রত্যাশা, ঘুমন্ত পাহাড়ের নিস্তব্ধতাকে ভেঙে প্রাণচঞ্চলা জল-হরিণীর বেশে নেমে আসা এই ঝর্না-   তৃষ্ণার্ত শুষ্ক মরুভূমিতে নেমে আসুক- জল-শ্যাম রূপে, মেঘবর্ণা রূপে। এই গানের সঞ্চারীতে কবি- ঝরনাকে বুনো পথ ধরে অকারণ গান (আপন মনের স্বতঃস্ফূর্ত গান) গাওয়া এবং গভীর অরণ্যের মৌনব্রত ভাঙানো ভয়হীনা পাহাড়ি কন্যা হিসেবে আহ্বান করেছেন। এই কন্যার নৃত্যানন্দের উল্লসিত পায়ের ছন্দে প্রাণহীন প্রকৃতিতে প্রাণের সঞ্চার করুক। কবির প্রত্যাশা নবজীবনের অনাবিল হাসির আনন্দ ঝরা ফুলের মতো ছড়িয়ে দিয়ে- মনোহরা এই ঝর্না প্রাণদায়িনী রূপে নেমে আসুক।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দে (১৯৩২ খ্রিষ্টাব্দ) হরপার্বতী, শচীন সেনগুপ্তের রচিত নাটকের গ্রন্থের প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থে এই গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। গ্রন্থটির প্রকাশকাল ১৩৩৯ বঙ্গাব্দ উল্লেখ থাকলেও মাসের নাম উল্লেখ নেই। আবার পশ্চিমবঙ্গ পাবলিক লাইব্রেরির তালিকায় গ্রন্থভুক্তির সময় উল্লেখ আছে ১৯৩২ খ্রিষ্টাব্দ।  এই বিচারে প্রকাশকালের সময় ধরা যেতে পারে- বৈশাখ- চৈত্র ১৩৩৯ (এপ্রিল- ডিসেম্বর১৯৩২)। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর।
     
  • মঞ্চনাটক: হরপার্বতী। (শচীন সেনগুপ্তের রচিত নাটক)। মঞ্চস্থ (প্রথম): মিনার্ভা থিয়েটার কলকাতা। ২৪ আগষ্ট ১৯৪০ (শনিবার ৮ ভাদ্র ১৩৪৭)।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১১৯২।  পৃষ্ঠা: ৩৬২]
    • মদিনা
      • নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ অষ্টম খণ্ডে  [১২ই ভাদ্র ১৪১৫, ২৭শে আগষ্ট ২০০৮। মদিনা। ১১। পৃষ্ঠা: ৩০৬]
    • হরপার্বতী। শচীন সেনগুপ্তের রচিত নাটক।  শচীন সেনগুপ্তের রচিত নাটক [গুরুদাস চট্টোপাধ্যায়। এন্ড সন্স। ১৩৩৯ বঙ্গাব্দ। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। গান (কোরাস)। পৃষ্ঠা: ১-২।
  • বেতার: হরপার্বতী। (শচীন সেনগুপ্তের রচিত নাটক)। কলকাতা বেতার কেন্দ্র। শুক্রবার, ৮ নভেম্বর ১৯৪১। ২২ কার্তিক ১৩৪৭। সান্ধ্য অনুষ্ঠান। ৬.৪০-৮.৩৯।

সূত্র: বেতার জগৎ। বেতার জগৎ-এর ১১ বর্ষ ২১  সংখ্যা। পৃষ্ঠা: ১১২৩ ও ১১৬০

  • পত্রিকা। 'নজরুল ইন্সটিটিউট পত্রিকা' জ্যৈষ্ঠ ১৩৯২ সংখ্যা। মদিনা।
  • পর্যায়।
    • বিষয়াঙ্গ: প্রকৃতি, জাগতিক, ঝর্না। নাট্যগীতি

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।