থাট্টিসে ফোর নাম্বার, হাতিসে বাগান (thattise four number, haatise bagan)
থাট্টিসে ফোর নাম্বার, হাতিসে বাগান।
বাড়ি আমার কেলেজোড়া গ্রাম॥
আমি ঘোড়ার কচুয়ান,
আমি ঘোড়ার কচুয়ান,
মা আমার হিঁদুর মেয়ে, বাবা আমার মুসলমান।
পরিবার আমার উড়ের মেয়ে খায় দোক্তা পান॥
মায়ের মাথায় কুল ঝুটি,
(বাবা খায় গোস্ত-রুটি)
গিন্নির হাতে চায়ের বাটি, আচ্ছা ভাগ্যবান॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। হাসির গান। ৪র্থ গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪০৯।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯২৪]
- বিষয়াঙ্গ: হাসির গান। ভণিতা নাই।