থেকো প্রিয় পাশে সাঁঝ-পাখা আসে নেমে (theko priyo pashe shanjh-pakha ashe neme)

থেকো প্রিয় পাশে সাঁঝ-পাখা আসে নেমে
আঁধার ঘনায় প্রভু, থেকো পাশে প্রেমে
যবে ছেড়ে যায় সবে – সুখে নাহি হাসে,
অনাথেরন নাথ, তুমি থেকো মোর পাশে।
জীবনের ছোট দিনখানি হয় মায়া ধরণীর খেলা দীপ মেলা হয় ছায়া...
মরণে অচিরে সবই ঝরে অবিকাশ হে চিরন্তন তুমি থেকো মোর পাশে॥
পলক আড়াল নয় – থেকো কাছে কাছে
তুমি ছাড়া আর বলো কে আমার আছে?
তুফানে আ বলো কে আমার আছে?
তুফানেকে আর তারা – দিশা উদ্ভাসে?
আঁধারে আলোকে তুমি থেকো মোর পাশে।
কাছে এসো – যবে আঁখি হে শেষে
দেখায়ো আকাশ কালো বুকে আলো রেশে
ধরা ছায়া সরে – অ-ধরার উষা আসে জীবনে মরণে নাথ, থেকো মোর পাশে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯৪৪ গান। পৃষ্ঠা: ৫৮৫।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।