থৈ থৈ জলে ডুবে গেছে পথ (thoi thoi jole dube gechhe poth)

থৈ থৈ জলে ডুবে গেছে পথ এসো এসো পথ ভোলা,
সবাই দুয়ার বন্ধ করেছে (আছে) আমার দুয়ার খোলা॥
               সৃষ্টি ডুবায়ে ঝরুক বৃষ্টি,
               ঘন মেঘে ঢাকো সবার দৃষ্টি,
ভুলিয়া ভুবন দুলিব দু'জন গাহি' প্রেম হিন্দোলা॥
সব পথ যবে হারাইয়া যায় দুর্দিনে মেঘে ঝড়ে,
কোন পথে এসে সহসা সেদিন দোলো মোরে বুকে ধ'রে।
            নিরাশা-তিমিরে ঢাকা দশ দিশি,
            এলো যদি আজ মিলনের নিশি,
আশাঢ়-ঝুলনা বাঁধিয়া শ্রী হরি দাও দাও মোরে দোলা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ১৩ আগষ্ট (মঙ্গলবার ২৮ শ্রাবণ ১৩৪৭), কলকাতা বেতার কেন্দ্র থেকে নজরুলের রচিত গীতি-আলেখ্য 'হিন্দোলা' প্রচারিত হয়েছিল। এই গীতি-আলেখ্যের সাথে এই গানটি প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ২ মাস।
  • বেতার: হিন্দোলা গীতানুষ্ঠান। কলকাতা বেতার কেন্দ্র-ক। সান্ধ্য অনুষ্ঠান। [১৩ আগষ্ট ১৯৪০ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার ২৮ শ্রাবণ ১৩৪৭)] সন্ধা: ৮.০০-৮.৩৯।
     
  • রেকর্ড: কলাম্বিয়া  [ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)। জিই ২৫৬১। শিল্পী: ঝর্না দে। সুর: নজরুল ইসলাম] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, ঊনত্রিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা। শ্রাবণ ১৪১৩/আগষ্ট ২০০৬] ১৬ সংখ্যক গান। ঝর্না দে-এর রেকর্ডে গাওয়া গান অনুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
     
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

সূত্র:

  • বেতারজগৎ। ১১শ বর্ষ, ১৫শ সংখ্যা। পৃষ্ঠা: ৮৩৫
  • The Indian-listener 1940, Vol V, No 15. page 1181

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।