দাও দখিনা, দাও গো বিদায়, কারবালাতে যায় (dao dokhina, dao go biday, karbalate jay)
দাও দখিনা, দাও গো বিদায়, কারবালাতে যায়।
রণ ডংকা বাজিয়ে গেল, এজিদের সিপাই॥
রণে যদি না যাই প্রিয়ে , হাকারের দিনে,
কেমনে মুখ দেখাইব নবীজীর সামনে,
রণে যেতে হলো বেলা, কেহ বুঝি বেঁচে নাই॥
কাশেম আলী রণে গেল,
সেই রণে নবীজী ছিল,
শারাবন তহুরা পানি, নবীজী পিলায়॥
কাশেম আলির লাশ লয়ে,
মঞ্জিলে মঞ্জিলে যেয়ে,
মঞ্জিলে মঞ্জিলে যেয়ে, দামেস্কে পৌঁছায়॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। লেটো গান। ইসলামী গান। ১২শ গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯৫।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৮৬]
- বিষয়াঙ্গ: ইসলামী গান। ভণিতা নাই।