এসো প্রিয় আরো কাছে (esho priyo aro kachhe)
এসো প্রিয় আরো কাছে
পাইতে হৃদয়ে এ বিরহী মন যাচে॥
দেখাও প্রিয় ঘন
স্বরূপ মোহন
যে রূপে প্রেমাবেশে পরান নাচে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময়ে নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
- নজরুল গীতি, অখণ্ড
- প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর ১৯৭৮]
- দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই ১৯৮১]
- তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। রাগ-প্রধান গান। ৮১৬ সংখ্যক গান। পৃষ্ঠা ২১০]
- পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ভৈরবী-গজল। ১৪৯ সংখ্যাক গান। পৃষ্ঠা: ৩০।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২৯। পৃষ্ঠা ১০]
- নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড। স্বরলিপিকার: সুধীন দাশ। প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। পৌষ ১৪০২। ডিসেম্বর ১৯৯৫। ৪ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৫-৩৭]
- নজরুল গীতি, অখণ্ড
- রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭) । এন ২৭০৬৩। শিল্পী: জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী] [শ্রবন নমুনা]
- পত্রিকা: প্রবর্তক। আষাঢ় ১৩৪৮ (জুন-জুলাই ১৯৪১)। স্বরলিপি: নিতাই ঘটক। রাগ: দেশী টোড়ী। তাল: ত্রিতাল।
- সুরকার: নজরুল ইসলাম।
- স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ। নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় মুদ্রণ হয়, পৌষ, ১৪০২ বঙ্গাব্দ/ ডিসেম্বর, ১৯৯৫ খ্রিষ্টাব্দে। চতুর্থ গান] [নমুনা]
- পর্যায়: