দাদা বলতো কিসের ভাবনা (dada bolto kisher vabna)

দাদা বলতো কিসের ভাবনা (হুঁ হুঁ)
ওদের আছে বন্দুক কামান আমাদের আছে নাদ্‌না (বাঁশের নাদ্‌না)
ওরা ছুঁড়বে গুলি – আমরা মারবো ছুঁড়ে বদনা। (গাড়ু বদ্‌না)॥
ষাঁড়ের লড়াই মোরগ লড়াই, স্ত্রী-স্বামীর লড়াই,
অনেক লড়াই দেখলাম দাদা যুদ্ধে নাহি ডরাই,
জার্মান রাশিয়া এলে বল্‌বো – ‘মামু, আমরা ভাগনা’।
তবে বলতো কিসের ভাবনা॥
ওদের আছে ঘুঁষি দাদা মোদের আছে থু থু
আর থুথু দিলে না যদি পালায় দোব কাতুকুতু (ধরে)
ওদের হেসেই প্যান্‌ট ফেঁসে যাবে বল্‌বে, ‘ভাগনা আর না’
‘হয়েছে হয়েছে আর না’
তবে বলতো কিসের ভাবনা॥
আমরা গ্যাস বোমা দাদা লঙ্কার ফোড়ন আছে,
আমাদের সেনা হনুমানেরা আজো আছেন গাছে,
আজো বসে আছেন গাছে।
হনুমান লাগেন যদিন পাছে – ওরা ছুট্‌বে চাঁট্‌গা, পাব্‌না॥
ছুটবে ঢাকা চাঁট্‌গা পাব্‌না
তবে বলতো কিসের ভাবনা॥
ওদের আছে উড়োজাহাজ, মোদের এনোফিলিস্‌ মশা,
তাছাড়া আছেন ওলাবিবি শীতলা, মা মনসা,
আর শেষ অস্ত্র তো আছেই দাদা মিটিং-এ মড়া কান্না।
তবে বলতো কিসের ভাবনা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি (বুধবার ১ ফাল্গুন ১৩৪৬), মেগাফোন রেকর্ড গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৯ মাস।

  •  গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪০৪। পৃষ্ঠা: ৭৩৮]
     
  • রেকর্ড: মেগাফোন রেকর্ড কোম্পানি ১৯৪০ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি (বুধবার ১ ফাল্গুন ১৩৪৬) গানটির রেকর্ড করেছিল। এর টেস্ট কপির নম্বর ছিল- O.mc 10504। গানটি ইংরেজ সরকার বাজেয়াপ্ত করার কারণে প্রকাশিত হয় নি। এর টেষ্ট কপি বরদা গুপ্তের কাছে রক্ষিত আছে।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।