দিও ফুলদলি বিছায়ে পথে বঁধুর আমার (dio fuldoli bichhaye pothe bondhur amar)

দিও ফুলদলি বিছায়ে পথে বঁধুর আমার।
পায়ে পায়ে দলি’ ঝরা সে-ফুলদল আজি তার অভিসার॥
আমার আকুল অশ্রুবারি দিয়ে
চরণ দিও তারে ধোয়ায়ে,
মম পরান পুড়ায়ে জ্বেলো দীপালি তাহার॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি গীতি-শতদল সঙ্গীত সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল ১৯৩৪) মাসে।  এই সময় নজরুলের বয়স  ছিল ৩৪ বৎসর ১১ মাস।

  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। বারোয়াঁ-ঠুমরী]
      • নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ৩৪। বারোয়াঁ-ঠুমরী। পৃষ্ঠা ৩০২-৩০৩]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪৮৯। রাগ : বারোয়াঁ। পৃষ্ঠা: ৪৪৭]
  • রেকর্ড: মেগাফোন [নভেম্বর ১৯৩৫ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪২)। শিল্পী: শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য। নম্বর জেএনজি ২২২]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।