দিন যবে হ’ল অবসান (din jobe holo oboshan)

দিন যবে হ’ল অবসান –
গাহিলে কে নব প্রভাতের গান।
হে প্রিয় পান্থ শ্রান্তবেলায়
আনিলে অরুণ আলোর বান॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪)। গান সংখ্য ৩০৪৮। পৃষ্ঠা: ৯৩৩।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।