দিনগুলি মোর পদ্মেরই দল যায় ভেসে' যায় কালের স্রোতে (dinguli mor podmeri dol jay veshe jay kaler srote)

দিনগুলি মোর পদ্মেরই দল যায় ভেসে' যায় কালের স্রোতে
ওগো সুদূর ওগো বিধূর তোমার সাগর-তীর্থ-পথে॥
            বিফল দিনের কমলগুলি
            পড়লো ঝ'রে পাপড়ি খুলি'
নিও প্রিয় তাদের তুলি' দিন শেষের ম্লান আলোতে॥
সঞ্চিত মোর দিনগুলি হায় ছড়িয়ে গেল অযতনে;
তোমার বরণ-মালা গাঁথা হলো না আর এ জীবনে।
            অন্য মনে কখন বেভুল
            ভাসিয়ে দিলাম দলি' সে ফুল
বঞ্চিত তাই হবে কি হায় তোমার চরণ-ছোঁওয়া হ'তে॥

  • রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। পূর্বাচল পত্রিকার আশ্বিন ১৩৪১ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। এপ্রিল ১৯৩৫ (চৈত্র ১৩৪১-বৈশাখ ১৩৪২)  এন ৭৩৫০। শিল্পী: যূথিকা রায় [শ্রবণ নমুনা]
     
  • পত্রিকা: পূর্বাচল। সেপ্টেম্বর ১৯৩৪ (১৫ ভাদ্র-১৩ আশ্বিন ১৩৪১)
     
  • স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭)-এর ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭২-৭৬।]  [নমুনা]
  • সুরকার: নজরুল ইসলাম
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।