দিনের সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে (diner shokol kajer majhe tomay mone pore)

দিনের সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে।
কাজ ভুলে যাই (আমি), মন চ'লে যায় সুদূর দেশান্তরে॥
          তুলসী তলায় দীপ জ্বালিয়ে
          দূর আকাশে রই তাকিয়ে,
সাঁঝের ঝরা ফুলের মতো অশ্রু বারি ঝরে॥
আঁধার রাতে বাতায়নে এক্‌লা ব'সে থাকি,
চাঁদকে শুধায় তোমার কথা ঘুমহারা মোর আঁখি।
          প্রভাত বেলায় গভীর ব্যথায়
          মন কেঁদে কয় তুমি কোথায়,
শূন্য লাগে এ তিন ভুবন প্রিয় তোমার তরে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৭) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ২ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [আগষ্ট ১৯৪০ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৭)। এন ১৭৪৯২। শিল্পী: বীণা চৌধুরী। সুর: কমল দাশগুপ্ত] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী । নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ ফাল্গুন, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। ১৪ সংখ্যক গান] [নমুনা]
     
  • সুরকার: কমল দাশগুপ্ত
     
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।